স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার চোখে স্বাধীনতা কি?
স্বাধীনতা সমগ্র দেশবাসী একই দিনে লাভ করলেও প্রত্যেকের কাছে এর সংজ্ঞা আলাদা।
স্বাধীনতা শব্দটি শুনলে আমাদের চোখে ভাসে ত্রিশ লক্ষ শহীদ,দুই লক্ষ মা-বোনের ত্যাগ এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ যার বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা।
FaceBook Link: Video Link Here




আপনার চোখে স্বাধীনতা গল্প এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উদযাপনের লক্ষ্যে Volunteer Opportunities Bangladesh এবং KrayonMag কর্তৃক আয়োজিত হচ্ছে ‘ ৫০ এর চোখে স্বাধীনতা ‘




যেখানে গল্প হবে স্বাধীনতার, দেশের ৫০ টি কমিউনিটির সাথে আমাদের।
‘ ৫০ এর চোখে স্বাধীনতা ‘ কে সামনে রেখে এবং এই গল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানাতে Volunteer Opportunities এবং KrayonMag এর যৌথ উদ্যোগে আয়োজিত হবে দুটি ওয়েবিনার। এই ইভেন্টের সার্বিক প্রমোশন এবং পাবলিক রিলেশনস পার্টনার হিসেবে রয়েছে Backpage PR.
আমাদের আয়োজনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের জন্য থাকবে ছোট্ট টোকেন অফ গ্ৰেটিটিউড। এছাড়াও ডিজিটাল প্রোমোশনে অংশগ্রহণ করবেন দেশের মিডিয়া জগতের বর্ণাঢ্য ব্যাক্তিবর্গ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের ৫০ টি কমিউনিটির স্বাধীনতার গল্প শুনতে চোখ রাখুন Volunteer Opportunities এবং KrayonMag এর ফেসবুক পেজে।
2 comments
hello
jj