প্রকৃতির প্রতিটি সৃষ্টি যেমন প্রকৃতির চক্রে আবদ্ধ, ঠিক তেমনই মানুষও এই প্রকৃতির এক অনবদ্য অংশ। চাঁদ-সুর্যের আবর্তে যেমন সকল প্রাণীকুলের জীবন আবর্তিত, মানুষের শরীরও এই চক্রের এক অংশ। চাঁদের চক্রের সাথে চক্রাকারে পরিবর্তিত হয় মানুষের শরীর, বিশেষ করে নারীর শরীর। চাঁদের পুর্ণ রূপে এক দিকে যেমন ফেঁপে উঠে ভরা যৌবন, তেমনই অমাবস্যায় প্রবাহিত হয় নারীর শরীরের নদী।




নারীর শরীরের ঋতুচক্র মানব সভ্যতা চলমান রাখার জন্য অপরিহার্য। বিজ্ঞানে ও গল্পে পুরুষ ছাড়া সন্তান জন্মের ঘটনা আছে। এমনকি শিশু ভূমিষ্ট হওয়ার সময় বাবার অনুপস্থিতি খুবই স্বাভাবিক এক ঘটনা। তবে এমন কোন গল্প বা অলৌকিক কাহিনী নেই যেখানে মা ছাড়া কোন শিশু ভূমিষ্ট হয়েছে।
নারী শক্তির এক বড় অধ্যায় ঋতু। সৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকার এক বড় অবদান নারী শরীরে ঋতুর প্রবাহ। তাই অপবিত্র, অচ্ছুৎ, বা অপরিষ্কার বলে সৃষ্টি বা স্রষ্টাকে অবমাননা না করে, ঋতুর মহত্বতা সম্পর্কে জানুন।






