“আমার বয়স তখন ১৩, প্রেমে পড়েছি! বাল্যপ্রেম যেটাকে বলে, ৬ মাস না গড়াতেই প্রিয় মানুষটির হাত ধরে ঘর ছাড়ি। যা হবার তাই হলো! দুই পরিবারের কোন্দলে বিয়েটা মেনে নিল না কেউই। পালিয়ে বেড়াই ৬ মাস। তারপর সামাজিক স্বীকৃতি দিয়ে আমাদের পরিবার আমাদের বরণ করে নেয়। আমার কোল জুড়ে আমার সন্তান আসে। অনেক ভালো ছিলাম আমরা, যেন একদম রূপকথার গল্প!”
“কিন্তু আমার যুদ্ধটা শুরু এখান থেকেই। ব্যবসার কাজে আমার স্বামী যেতেন বগুড়ায়, ওখানে থাকা শুরু করেছিলেন। আমাকে কিছু না জানিয়ে এক সময় আমার স্বামী বিয়ে করে ফেলেন আরেকজনকে । ৬ মাস পর দ্বিতীয় স্ত্রীর ঘরে আসে একটি সন্তান। আমার স্বামী বগুড়ায় ঘর বাঁধে ! আমি জানার পর আমার পরিবারের কাছে সবকিছু বলি। আমার পরিবার আমাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে। আমি সন্তান নিয়েই এসএসসি, এইচএসসি, বিএ এবং ,মাস্টার্স সম্পন্ন করেছি। এখন আছি রাশিয়া। উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য অধ্যায়নরত। এছারাও লীডারশিপ ট্রেইনিং করেছি ভারত , চীন সহ বাংলাদেশের বিভিন্ন অরগানাইজেশনে।”
“চাকরি করেছি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস বিভাগে দুই বছর। সিঙ্গেল মাদার টাইটেল নিয়ে আমার পথচলা। মেয়ে মানে আজকের পৃথিবীতে এখনও অবলাকেই বোঝায়। সেখানে আমি পাড়ি দিয়েছি অনেকটা পথ আমার সন্তানকে সঙ্গে নিয়ে। আমি ডিউক অব এডিনবার্গের ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়া সাউথ এশিয়ান কালচারারাল ফেস্টের বেস্ট পারফর্মার অব বাংলাদেশ এবং রোটারি ইয়ুথ লিডারশিপের বেস্ট ক্যাম্পার হয়েছি। ব্রত ছিল আমি উদাহরণ হবো, চলছি সেই পথেই। আমার পরিবার আমাকে অনেকে সাপোর্ট করেছে। বিদ্রোহী কবির লাইন দুটি মোটেও ফেলনা নয়, “সেদিন সুদূর নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়!” বুক ফুলিয়ে বাঁচতে শিখবো আমরা। নারী আমি। ” থেমে যেতে পারতাম, হারিয়ে যেতে পারতাম, কিন্তু আমি বাঁচতে শিখেছি আমার জন্য, যারা বাঁচতে চায় তাদের জন্য।“
I could have stopped, I could have lost, but I have learned to live for myself, for those who want to live. Never give up!” “When I was 13, I fell in love. You can call it childhood love, I decided to hold his hand and leave home even before 6 months of our relationship had passed. Then, what was bound to happen, happened after all. No one accepted our marriage in the quarrelsome situation of the two families. After hiding for 6 months, our family accepted us wholeheartedly. We even became parents. Everything was going perfectly; we were living so happily, like a fairytale.
But my struggle started soon. My husband used to visit Bogura for business purposes and stayed there. Meanwhile, he had married another woman without my consent. After 6 months she gave birth to a child. My husband started living with his 2nd wife in Bogura. I shared everything with my family when I got to know about this. My family took me back to them from my in-law’s house.
Then I completed my SSC, HSC, BA, and MA as a single mother taking care of my child. Currently, I am staying in Russia for higher studies. I have attended various leadership trainings organized by several organizations in Bangladesh, India, and China. I have also worked in the public relations department of a private university for two years. I embraced the title of ‘single mother’. Where most people treat women as material and consider themselves weaker than men, I came a long way with my child. I have been awarded the Duke of Edinburgh Bronze award. Additionally, I have been recognized as the best performer of Bangladesh at the South Asian Cultural Fest and also declared as the best camper of Rotary Youth Leadership. I always wanted to be an idol, an example, and I pursued my dream to be fulfilled. My family supported me a lot in this journey which helped me to achieve my goals. I’d like to quote from the poet Kazi Nazrul Islam, “The day is not far when the world will celebrate the victory of women with men.” We would learn to live with pride and dignity.
I am a woman. I could have stopped, I could have lost, but I have learned to live for myself, for those who want to live. Never give up!”
– Nafiza Rahman Mou
Co founder 100 million Mindset